পিরোজপুর সংবাদদাতা : গত ১৪ জুন বাদ আসর সদর উপজেলার কদমতলা বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর নগদ অর্থ সহায়তা প্রদান করেন। জেলা আমির দোকান মালিক হায়দার খানের ছোট ভাই আব্দুল কাইয়ুম খানের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। দোকানের মালিক নগদ অর্থ প্রদান করা হবে বলে এ সময় জেলা আমীর উপস্থিত জনতাকে জানান। আমীর বিপদে মুসিবতে ধৈর্য্যসহকারে আল্লাহর উপরে ভরসা রাখার পরামর্শ দেন। নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আব্দুল হালিম, পৌরসভা আমীর ইসাহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাফিকুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজারের হায়দার খানের দোকান “হায়দার স্টোর” আগুন লেগে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিত থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয় বলে অনুমান করা হয়। এতে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যার আর্থিক মূল্য অর্ধ কোটি টাকার উপরে হবে বলে স্থানীয়রা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে পিরোজপুর জামায়াতের নগদ অর্থ প্রদান
Printed Edition
