গাজীপুর সংবাদদাতা : ‘দেশ গড়তে, শান্তির নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আগামীকাল অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশ ও ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আবু নাসের খান বলেন, গণমানুষের অধিকার নিশ্চিত করা ও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শান্তিপূর্ণ পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথে নামছি।
তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকেই শুরু হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সমাবেশ ও পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং সকল কর্মসূচি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট আবু নাসের খান বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফল হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা, যারা পদযাত্রার রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির লক্ষ্য রাজনৈতিক সহিষ্ণুতা, মানবিক মূল্যবোধ, ও জনগণের সরাসরি অংশগ্রহণের নতুন ধারা প্রতিষ্ঠা করা।