আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছে প্রার্থীরা।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয় থেকে জামায়াতের তিনজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত ১৫ ডিসেম্বর ৬টি এবং গতকাল ৫১টিসহ মোট ৫৭টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এদিন জামায়াত ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী ড. হেলাল উদ্দিন, ঢাকা-৫ আসনের কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, পর্যাক্রমে জামায়াতের মনোনীত প্রার্থীরা নিজ নিজ আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে অংশ নেবে বলে জানা গেছে।