লক্ষ্মীপুরে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের ।কিস্তু তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, এবং সভার সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। বর্তমানে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয় সমাজসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে পারে। তারা আরও বলেন, সরকারের সমাজসেবা কার্যক্রম যেন দ্রুত ও সহজে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।