নোয়াখালী সংবাদদাতা : সম্প্রতি সেনবাগের বাণিজ্য সেবার হাট বাজারে ভয়াবহ এক অগ্নিকা-ের ঘটনায় ৮ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুন নিভাতে গিয়ে দশজন আহত হওয়ার খবর পাওয়াগেছে, সেনবাগ ফায়ার সার্ভস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৫টি দোকান সম্পূর্ণ ও তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ওই অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৬ টারদিকে, আগুন নিভাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বিভিন্ন আঘাতে অন্তত ১০ জন আহত হন।

আহতরা হচ্ছে সেবারহাট মেডিকেল সেন্টারের মালিক আবুল খায়ের, হাসপাতালের দারোয়ান, আবদুর রব, ডাক্তার গোলাম রাব্বানি, নুর হোসেন হিমেল, নকুল গোস্বামী ও রাজিব। আহতদের মধ্যে আবদু রবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে; নজরুলের দুইটি দোকান বোম্বাই ইলেকট্রিক, নকুল গোস্বামীর সুরভী স্টোর, ইয়াছিন কালামের ডিম দোকান, কামাল উদ্দিনের বেকারি, বজলাল ভৌমিকের হো খাদ্য দোকান, শহীদ ও ছিদ্দিকের মসলা দোকান, নকুল দাসের মা মেডিকেল হল,ও রনির সেলুন দোকান।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দমকর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ৫ দোকান সম্পূর্ণ ও ৩ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্তপূর্বক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।