কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেব দরিদ্র ভ্যান চালকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার আহসান নগর গ্রামের দরিদ্র ভ্যান চালক জাহাঙ্গীর হোসেনকে এ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ভ্যান ক্রয় বাবদ ১০ হাজার টাকার একটি চেক জাহাঙ্গীরের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ মোনায়েম, সেক্রেটারি হাফেজ এরফান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী ও ব্যাংকার জাকির হোসেন প্রমুখ।