বগুড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন। বুধবার দুপুর ১২টায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় রিজিওন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ শহিদ উল্লাহ বলেন, রাজশাহী বিভাগের ৫টি জেলার ৮টি থানার মাধ্যমে হাইওয়ে পুলিশের কার্যক্রম পরিচালিত হয়। মহাসড়কে নিরাপত্তা, শৃংখলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সড়ক দূর্ঘটনা হ্রাস, দ্রুত উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা মূলক কার্য্যক্রমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, প্রয়োজনের তুলনায় কম জনবল ও যানবাহন দ্বারা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। তাই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময়
বগুড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন। বুধবার দুপুর ১২টায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় রিজিওন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি)
Printed Edition