কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার উদ্যোগে কালাই দারুল ইসলাম ট্রাস্টে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় কালাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোনতাহার হোসেনের সভাপতিত্বে শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। তিনি শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন ক্ষুধা দারিদ্র্য ও চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে ইসলামী শাসনের বিকল্প নেই।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালক- মোঃ শফিউল হাসান দিপু, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা সেক্রেটারি এ্যাডঃ আসলাম হোসেন, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল আলীম।