নড়াইল সংবাদদাতা

নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নির্বাচনী অফিস পোড়ানোর ঘটনায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী। গত সোমবার সন্ধ্যায় বিছালি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের দশদলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।এ সময় বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ হাসিবুল মোল্যা, ৮ নং কলোড়া ইউনিয়নের আমীর হাফেজ আঃ হান্নানসহ জামায়াতে ইসলামী নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিছালীতে হাত পাখা প্রতীকের অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার করে চলেছেন হাতপাখা প্রতীকের সমর্থনকারী মুফতি সাজেদুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কতিপয় নেতা-কর্মী। পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।জামায়াতে ইসলামী ইনসাফে বিশ্বাস করে। আমরা এই অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া সোমবার রাত ৮টায় নড়াইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, আমাদের জনপ্রিয়তাকে ক্ষুণœ করতে আমাদের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানাচ্ছি।