রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে ১০ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং জেলা জামায়াতের আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলামের পক্ষে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে এক গণমিছিলের আয়োজন করা হয়। স্থানীয় আজাদী ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক এবং বাজার প্রদক্ষিণ করে আবার আজাদী ময়দানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি আর ই এল এর কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাবেক আমি আমীর মোহাম্মদ আখতারুজ্জামান, র অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা আমীর মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, বাংলাদেশ যুব খেলাফত মজলিস এর রাজবাড়ী সদর উপজেলা সভাপতি মুফতী ওয়াহিদুল ইসলাম প্রমুখ।