শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ গত মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিঞ্জান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসক যুগ্ন সচিব ড.মানোয়ার হোসেন মোল্লা ও জেলা পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে দেবেন্দ্র কলেজের মিলনায়তনে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এনপিআই এর প্রিন্সিপাল ড.ফারুক হোসাইন, এনডিসি আহসানুল হক, জেলা আইসিটি কর্মকর্তা আহসানুল আল জান্নাত, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুুর ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ
বগুড়া অফিসঃ বগুড়ায় জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনাসভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় শাজাহানপুর উপজেলার মডেল মসজিদের হলর“মে এই আয়োজন করা হয়। ইসলামী ফাউন্ডেশন বগুড়া জেলা কার্র্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, উলামা মাশায়েক পরিষদ জেলা কমিটির সভাপতি মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন, শাজাহানপুর উপজেলার ফিল্ড অফিসার মীর আরিফসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কাার তুলে দেন জেলা প্রশাসক
পরিচিতি সভা
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ফুলপুর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি কেএম জসীম উদ্দিন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম হয়।
এদিকে শ্রমিকসংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয় এ পদ্ধতিতে বিঘাতে প্রায় ৩৩ মন ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদ হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১২টায় সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা কৃষি প্রকৌশলী মাহবুব হোসেন।
রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের নান্দাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকৃরণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) নান্দাইল উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ৩০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সালমা আক্তার, ময়মনসিংহ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে হাবিবা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী কৃষি অফিসার কামাল হোসেন সহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগণ।
শিক্ষা বৃত্তি প্রদান
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির টাকা, সনদ ও ক্রেস্ট সহ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩ মে) সম্প্রতি কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার রাশিদুল কবির ভূইয়া স্বপন।
বিশেষ আলোচক ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন।
সুশিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও ক্যামব্রিজ মডেল স্কুলের অধ্যক্ষ রাজিব হোসেন রাতুল এর সভাপতিত্বে এবং
সুশিক্ষা ফাউন্ডেশনের সহ সভাপতি কবি মো. আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর, নকশিস এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাহিমা হক চেতনা বিকাশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শফিউল আজম।
সমাবেশ অনুষ্ঠিত
গজারিয়া সংবাদদাতা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সকাল সাড়ে ১০টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ডে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনন্দ মিছিল নিয়ে নেতা কর্মীরা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয় পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে ৫টি হাঁস চুরিকে কেন্দ্র করে ফজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করেছে স্থানীয় যাকারিয়া নামের এক যুবদল নেতা। হত্যার পর পলাতক রয়েছে ওই যুবদল নেতা যাকারিয়া জাহিদ।
সম্প্রতি মিরসরাইয়ের ১৩ নং মধ্যেম মায়ানী ৫নং ওয়ার্ড এলাকার শেখ হামিদ মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটে । নিহতের ছেলে বাদি হয়ে জাকারিয়া জাহেদকে আসামীকরে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ ও সন্ত্রাসী জাকারিয়া জাহেদ সম্পর্কে চাচা-ভাতিজা। গত সোমবার জাকারিয়া তার চাচার ৫ টি হাঁস চুরির উদ্দেশ্যে নিজের ঘরে লুকিয়ে রাখে। চাচা ফজলুল করিম ফয়েজ হাঁস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যাকারিয়া দের ঘরে সন্দান পায়। এসময় যাকারিয়া হাঁস গুলো তাদের বলে দাবি করেন। তখন চাচা ফজলুল বলেন হাঁস গুলো বেঁধে না রেখে ছেড়ে দিতে। ছেড়ে দিলে যার হাঁস তার ঘরে নিজে থেকে চলে যাবে। হাঁস গুলো ছাড়ার পর ফয়জুলের বাড়িতে গিয়ে উঠে। পরদিন আজ সোমবার সকালে যাকারিয়া কে দেখে ফয়জুল বলেন কিরে হাঁস তো আমার বাড়ি চলে আসছে ওই গুলো বেঁধে রাখছিলি কেন। এটা বলার পর যাকারিয়া ক্ষেপে গিয়ে চাচা ফয়জুলের উপর হামলা করে কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ফয়জুলের গলা টিপে ধরলে তিনি স্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
বাড়ির লোকজন বৃদ্ধ ফজলুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে নিশ্চিত করে।