ফেনী সংবাদদাতা
বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার মৃত্যুৃতে ফেনী শোকে স্তব্ধ হয়ে পড়েছে। দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শোক প্রকাশ করছে। এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশের পর থেকে তাঁর পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া। পাশ্ববর্তী জামে মসজিদে চলছে কোরআন খতম, জিকির আযকার, মিলাদ ও দোয়া।
ফেনী জেলা বিএনপি সাতদিনের শোক ঘোষণা করেছে। সাতদিনের প্রতিদিন কোরআন খতম, দোয়া চলবে। গতকাল বুধবার অধিকাংশ নেতা কর্মী বেগম জিয়ার জানাযায় অংশ নিতে ঢাকা চলে যান।সর্বত্র একটা শোকের আবহ বিরাজ করছে। ফেনীর মানুষের কাছে বেগম জিয়ার আসন ছিল সর্বোচ্চে। তাই বিএনপির দলীয় শ্লোগান ছিল, “নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলাদা”।
ছবির এই বাড়িটি বেগম জিয়ার পৈত্রিক বাড়ি। তবে এই বাড়িতে তাঁর তেমন একটা থাকা হয়নি। তাঁর পিতা এস্কান্দার মজুমদারের কর্মসূত্রে তাঁরা দিনাজপুর শহরেই বসবাস করতেন। প্রধানমন্ত্রী থাকা কালে তিনি বেশ কয়েকবারই পৈতৃক নিবাসে এসেছিলেন। দলীয়ভাবে সমগ্র জেলা ব্যাপী কোরআনখানী, দোয়া ইত্যাদি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও দোয়ার আয়োজন করেছে। জেলা ও উপজেলা জামায়াতের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়।