লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর হত্যা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২২ বিএনপি জামায়াতের নেতাকর্মী খালাস দিয়েছে আদালত।

সম্প্রতি লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তারের আদালত এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ। ‎মামলার এজাহার সূত্রের জানা যায়, ২০১৩ সালে ১২ই ডিসেম্বর লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ, উত্তর তেমুহনী ও পুলিশ লাইন্স এলাকায় র্যাব ও পুলিশ সদস্যদের উপর হামলা ও ভাংচুর করে ও মানুষ হত্যার অভিযোগে র্যাবের -১১ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় জি আর ৯৫৫/১৩ থানার মামলা নং-৩০, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, তৎকালীন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলাম, সাবেক শহর আমীর শামসুর রহমান, সেক্রেটারি সামছুল ইসলাম, শিবির নেতা আব্দুল আউয়াল রাসেল, হারুনুর রশীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান কমিশনার, আব্দুল আলীম হুমায়ুন কমিশনার সহ ১১জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০০ জনকে আসামী চার্জশীট দাখিল করেন।‎ দীর্ঘ সময় চলা মামলার স্বাক্ষীদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণিত হয় যে আসামীরা নির্দোষ ছিলেন।