মীরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘মীরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা’ কর্তৃক মীরসরাইয়ের দুটি নির্দিষ্ট স্থানে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনিং মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদ চত্বর ও ৫নং ইউনিয়নস্থ উচমানপুর উচ্চ বিদ্যালয়ে এক যোগে সকাল ১০ ঘটিকায় শুরু হয়।
সকাল ১০:১৫ ঘটিকায় ১০নং ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান। উদ্বোধনী বক্তব্যের পর কর্তব্যরত ডাক্তার উদ্ভোদক কে ব্লাড প্রেশার মাপার মাধ্যমে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন। এসময় সেখান মীরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন চৌধুরী, সি. সাধা. সম্পাদক এস এম জাকারিয়া, প্রচার সম্পাদক মামুনুর রশিদ সহ সমস্যার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মীরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতাল, সেবা আধুনিক হাসপাতাল, বারোইয়ারহাট এলাকার বিএম হাসপাতালের পক্ষ থেকে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান দিয়ে গঠিত চিকিৎসা টিমের মাধ্যমে দিনব্যাপী পরিচালিত উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনিংয়ে চুলকানি, শিশু, মেডিসিন ডাক্তারদের মাধ্যমে সেবা দেওয়ার পাশাপাশি ফ্রী ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস চেকিং এরও ব্যবস্থা রাখা হয়েছে।
এতে বিভিন্নভাবে সহযোগিতা করে এগিয়ে এসেছেন তাহসিনা ফ্যাশনের স্বত্বাধিকারী এবং সমাজের কিছু মানবিক মানুষ।