নড়াইল সংবাদদাতা

নড়াইলে ইজি ফ্যাশন শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ঐতিহ্যবাহী পোশাক নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।

এ সময় পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে প্রতিষ্ঠানটির ব্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল বলেন, ২০০৯ সালে আজিজ সুপার মার্কেটে প্রথম শোরুম উদ্বোধন করা হয়।এই উদ্বোধনেও তিনি উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী,রুপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো: রজিবুল ইসলাম বিশ^াস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেন, শোরুমের কর্মকর্তাসহ ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্বোধনীতে শোরুমে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়।