চাঁদপুর জেলা সংবাদদাতা
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর বাবুরহাট ক্যাম্পাসের নতুন ভবন উদ্বোধন, বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা, বৃক্ষরোপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বাবুরহাট ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর আল আমিন সোসাইটির সভপতি মোঃ মোবারক হোসাইন। তিনি বলেন, আমরা একটি মহৎ উদ্দেশ্যেকে সামনে রেখে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছে। এই দেশে মানুষকে একটা শিক্ষাব্যবস্থার আমুল পরিবর্তন সাধন করে যাচ্ছে। একটা নৈতিক শিক্ষার প্রচলন করা, শিক্ষার্থী শুধু সার্টিফিকেট অর্জন করা নয়, সার্টিফিকেটের পাশাপাশি সে নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে। সে সোসাইটি, দেশের জন্য তার কমিটমেন্ট থাকতে হবে। অপরকে শ্রদ্ধা করার মানসিকতা যেন থাকে। এবং অপর সেফকেন সিকিউটেড এর চিন্তা করে। বাংলাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এখন যে শিক্ষা ব্যবস্থা এর থেকে শিক্ষার্থীরা চাকুরী ও সমাজের উপকার করতে পারছে না। এভাবেই সমাজে মানসিক রুগি সৃষ্টি করছে আজকের সমাজ ও শিক্ষাব্যবস্থা। আমরা এই প্রতিষ্ঠান থেকে এমন কিছু শিক্ষার্থী বের করতে চাই। যারা জাতির, পরিবারের ও সোসাইটির কল্যানে কাজ করবে। ইনশাল্লাহ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। অনুষ্ঠানে চাঁদপুর আল আমিন সোসাইটির সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন না। অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও গুনরাজদী ক্যাম্পাসের ইনচার্জ মো: নাছির উদ্দিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সোসাইটির সদস্য আব্দুল মালেক পাটওয়ারী, অভিভাবক সদস্য গনঅধিকার পরিষদের আহবায়ক রাসেল কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, অধ্যাপক শাহ আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।