সোনালী ব্যাংকের পরিচালক হয়ে ঋণ বিতরণের অনিয়ম করেছিলেন সাংবাদিক নেতা সুভাষ সিংহ রায় ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী। দুদকের দায়ের করা মামলার এজাহারে নাম থাকলেও চার্জশীটে নাম বাদ দেওয়া হয়েছে রহস্যজনকভাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের খুলনা কর্পোরেট শাখায় আবেদন না করার আগেই সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ খুলনার সোনালী জুট মিলকে পূর্বের ঋণের সুদ মওকুপ করে নতুন করে ৬৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। এই ঘটনায় দুদক খুলনা ২০১৭ সালে তৎকালীন সোনালী ব্যাংক তৎকালিন পরিচালক সাংবাদিক নেতা সুভাষ চন্দ্র সিংহ রায়, সাবেক মহিলা এমপি জান্নাত আরা হেনরী ও সাবেক এমডি লুৎফর রহমানের নামে এজাহারে করলেও সম্পতি চার্জশীটে তাদের নাম রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে।