কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বামনখালি বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেব এ গণসংযোগে অংশগ্রহন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ২ নং জালালাবাদ ইউনিয়ন জামায়তের সেক্রেটারি হাফেজ ইরফান আলী ও যুগীখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।