বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর কুমারপাড়ায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমাবেশের প্রস্তুুতি নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ও ৮ দলের সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমাজ উদ্দিন ম-ল। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে রোববার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন। সাংবাদিক সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘সরকার শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি দিতে চাচ্ছে। আমরা নি¤œকক্ষেও পিআর চাচ্ছি। বিভিন্ন স্তরের প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না। দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে, তাদের নতুন মানুষ চায় সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। কিন্তু নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হলে অতীতের মতোই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সময়ের দাবি।’ সাংবাদিক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।