আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গতকাল শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়। আর রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় টস। টস জিতে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান। শক্তির বিচারে আরব আমিরাতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তারওপর, নতুন অধিনায়ক লিটন দাসের অধীনে নতুন একটি দল নিয়ে এই ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য বড় একটি পরীক্ষা এটা। কারণ নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচে একাদশে রাখা হয়নি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে। নেই দুবাই বিমানবন্দরে জটিলতায় আটকে থাকা দুজন রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে একাদশে আছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমান। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কারণ দলীয় ১৩ রানেই ওপেনার তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। মাত্র ১০ রান করে আউট হন তিনি। ১৩ রানে প্রথম উইকেট হারিয়ে অধিনায় লিটন দাসকে নিয়ে দলকে এগিয়ে নিতে চেস্টা করেন অপর ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ৫ ওভারে এক উইকেটে ৪৯ রান নিয়ে ব্যাট করছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

সংযুক্ত আরব আমিরাত একাদশ : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), মুহাম্মদ জোহাইব, আলিশান শরাফু, রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, সঞ্চিত শর্মা, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ।