লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করার দাবিতে লক্ষ্মীপুর শহর জামাতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ই মার্চ) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুরে প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস। কিন্তু স্বাস্থ্য সেবার জন্য ভালো কোনো হাসপাতাল নেই। সদর হাসপাতাল মাত্র ১০০ শয্যা বিশিষ্ট, যা জনসংখ্যা অনুযায়ী খুবই অপ্রতুল।
গত ৭ বছর পূর্ব থেকে ২৫০ বেডের সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ আরম্ভ করা হয়েছিল। কিন্তু আজ ও তাহা অজ্ঞাত কারণে উদ্বোধন করা হয়নি। এতে করে চিকিৎসা সেবা নিতে আসা হাজার হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কারণ বর্তমান হাসপাতালের মেঝে-বারান্দায় সহ সকল করিডোর সবসময় রোগীর চাপ থাকে, তাই জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করার জোর দাবি জানান জানান তারা।
এইসময় তারা আরও বলেন, আগামী ১ মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু না করা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়াও লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, রেললাইন স্থাপন ও ঢাকা রায়পুর মহাসড়কের কার্যক্রম আরম্ভ করার জোর দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নজির আহমেদ, নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম ও শহর সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।