মোল্যা আব্দুস সাত্তার কেশবপুর (যশোর) থেকে : ভবদাহ আমডাঙ্গা সমস্যার স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের দাবিতে সোমবার যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলা মিলনস্থান ভরদাহ মহাবিদ্যালয় মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর ৮নং সুফলাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর যশোর-৪ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রাথী অধ্যাপক গোলাম রসুল বলেন ভবদাহ এলাকার মানুষ ত্রাণ চায় না চায় সমস্যার সম্মুখীন স্থায়ী সমাধান। সরকার পরিবর্তন হয় সরকার আসে কিন্তু ভবদাহ আমডাঙ্গা সমস্যার সমাধান হয় না।
হাজার হাজার কোটি টাকা প্রকল্প গ্রহন কররে ও এলাকার জনগণের কোন উপকারে আসেনি। দুর্নীতি মুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি থাকলে এলাকার মানুস প্রকল্পের সুফল ভোগ করতে পারবে। তিনি আরও বলেন ভবদাহ এলাকার সমস্যার সমাধান করতে হলে ভূমি দস্যুদের হাত থকে সংযোগ নদী ও খাল মুক্ত করতে হবে। যদি দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করে তবে শত ভাগ কাজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন যশোর ৬ কেশবপুর আসনে জামাযাত মনোনীত প্রার্থী অধ্যাপক (অব) মোক্তার আলী, যশোর-৫ মনিরামপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাক্ষ মাওলানা আবু জাফর, অ্যাডভোকেট ওজিয়া রহমান, খলিলুর রহমান, জগদীশ বিশ্বাস, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক মশিউর রহমান, মনোরঞ্জন মন্ডল, অ্যাডভোকেট ওজিয়ার রহমান, মাওলানা আব্দুস সামাদ, অধ্যাপক আবুল হাসেম রেজা, আবু তালহা, খলিলুর রহমান প্রমুখ।