বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের অতিদ্রুত সরে যাওয়ার নির্দেশ পুনরায় জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক কারিগরি পরিদর্শনে ৫ম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন ‘মল্লিকা’ ব্যবহার অনুপযোগী ও অধিকতর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় এ নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত ১৭ ডিসেম্বর জারিকৃত এক অফিস আদেশে তৃতীয়বারের মতো সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে ভবন ত্যাগের নির্দেশ প্রদান করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্বে একাধিকবার নির্দেশনা জারি করা হলেও এখনও কিছু শিক্ষার্থী এসব ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায়, শিক্ষার্থীদের জীবন ও সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ম তলা লাল বিল্ডিংয়ের উভয় পাশ এবং আবাসিক ভবন ‘মল্লিকা’ থেকে অনতিবিলম্বে সরে যাওয়ার জন্য পুনরায় কঠোর নির্দেশনা প্রদান করেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। অফিস আদেশে আরও স্পষ্ট করে বলা হয়, উল্লিখিত নির্দেশ অমান্য করে যদি কোনো শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনসমূহে অবস্থান করেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে এর দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না।