কৃষক ভাইদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য নিশ্চিত করণ এবং সাঁথিয়ায় আলু-পিঁয়াজসহ উৎপাদিত পণ্যের সংরক্ষনের জন্য সরকারি হিমাগার প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন গতকাল শুক্রবার বিকেলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। জামায়াতে ইসলামী নন্দনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জোড়গাছা বাজারে সংগঠনের ইউনিয়ন আমীর মাওলানা আলী মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ও দৈনিক জীবনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. মোহাম্মদ ইদ্রিস আলম, সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ, ইসলামী ছাত্রশিবিরের সাঁথিয়া উপজেলা সভাপতি মহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার মোমেন বলেন, সাঁথিয়া উপজেলা একটি কৃষি প্রধান এলাকা, সার ও বীজের দাম কমায়ে কৃষক ভাইদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য নিশ্চিত করতে হবে। সাঁথিয়ায় আলু-পিয়াজসহ উৎপাদিত পণ্যের সংরক্ষনের জন্য সরকারি হিমাগার প্রতিষ্ঠা করতে হবে। ব্যারিস্টার মোমেন বলেন, সাঁথিয়ায় কৃষক ভাইদের উৎপাদিত ফসলের বিপণণের জন্য সরকারি উদোগ্যে ব্যবস্থা গ্রহন করতে হবে। বিনাসূদে কৃষি লোনের ব্যবস্থা করতে হবে।