ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অন্তর্ভূক্ত করার বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে।