রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এম মিসবাহ উর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক, নাজমুস সাকিব সাত দিনের রিমান্ড আবেদন করে কিরণকে আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী, এম এম ফারুক রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।