সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের হামিজ উদ্দীন মোড়লের পুত্র গোলাম হোসেন (৬০)কে শনিবার (২০ ডিসেম্বর) সকালে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে গোলাম হোসেন নিজ বাড়ির সামনে কাজ করছিলেন। এ সময় একই এলাকার জাবাখালী গ্রামের সাইফুল, সিরাজুল, সেলিম, রেজাউলসহ কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জনতার সহায়তায় এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।