মোংলা সংবাদদাতা
জাটকা ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। শুক্রবার মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল সক্রিয়ভাবে সহযোগিতা করে। অভিযানের সময় নদীতে অবৈধভাবে ব্যবহৃত বড় আকারের বেহুন্দী জাল শনাক্ত করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে পশুর নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছিল। এসব জালে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ছে, যা দেশের মৎস্য সম্পদের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে প্রাকৃতিক ভারসাম্য ও ভবিষ্যৎ মৎস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। তিনি বলেন, ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।