চট্টগ্রাম ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মালামালসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন এলাকা থেকে বিমানবন্দর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা এসআই ইমরান জানান, গতকাল রাতে বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি গাড়িকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। পরে গ্রেফতাররদের দেয়া তথ্যমতে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. মনির নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।