দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামী শামীম ওরফে শুটার শামীম (২০) কে গ্রেপ্তার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ টিম। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফিলিপনগর এলাকার মজিবর রহমানের ছেলে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে প্রকাশ্য দিবালোকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে গুলী করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় শুটার শামীমকে গ্রেপ্তার করে গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামী টুকু তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয় আধিপত্য বিস্তার, হাট, ঘাট ও বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিরোধীতা করায় বাহিনী প্রধান টুকুর নেতৃত্বে তার বাহিনীর সন্ত্রাসীরা চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু কে নিজ কার্যালয়ে গুলী করে হত্যা করা হয়।