নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার গতকাল শুক্রবার ফতুল্লার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জনমত চান।
গণসংযোগের শুরুতে ইসদাইর বাজারে পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার। তিনি ভোটারদের প্রতি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “ন্যায় ও সত্যের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন।”
ইসলামি রাষ্ট্র কায়েমের সুফল তুলে ধরে তিনি বলেন, “ইসলামি রাষ্ট্র কায়েম হলে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ হবে ইনশাআল্লাহ।” অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি আরও বলেন, “সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। সরকারি কোষাগারের টাকা অত্যন্ত আমাদের পকেটে যাবে না।”
এসময় ইসদাইর বাজার থেকে শুরু হওয়া এই গণসংযোগটি পরবর্তীতে পূর্ব ইসদাইর, সস্তাপুর বুড়ির দোকান, দক্ষিণ সস্তাপুর, গাবতলার মোড়, সদর উপজেলা, কাস্টমের মোড়, কোতালেরবাগ, বৌবাজার, কোতালেরবাগ হয়ে ফতুল্লার হক বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় প্রার্থী পথে পথে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
উক্ত গণসংযোগে মাওলানা আবদুল জব্বারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, সদর পশ্চিম থানা আমীর মজিবুর রহমান শেখ, সহ ফতুল্লা থানা আমীর এবং অন্যান্য জামায়াত স্থানীয় নেতৃবৃন্দ।