পাবনা সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো সরকারই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারে নাই। গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত হলো সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা, প্রশাসনের সকল পর্যায়ের লোক নিরপেক্ষ থাকা, কিন্তু আমরা কখনোই প্রশাসনের লোকদের এ ধরনের কোন কর্মকান্ড দেখতে পাইনি। এবার দেশের মানুষ আশা করছে প্রশাসনের কর্মকান্ড নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য থাকবে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, জাতি প্রকৃত গণতান্ত্রিক উপায়ে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে দেশে একটি দুর্নীতিমুক্ত দখলবাজ, চাঁদাবাজ মুক্ত সরকার গঠিত হবে। তিনি গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা পৌর জামায়াতের পেশাজীবী বিভাগের উদ্যোগে আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। পেশাজীবি বিভাগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে শফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মীর খালেদ ইকবাল চৌধুরী, প্রিন্সিপাল জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার, মেহেদী হাসান, মো আরিফুল ইসলাম, ডাঃ সালেহ মাহমুদ আলী, ডাঃ আব্দুল বাতেন মোল্লা, খালেদ সাইফুল্লাহ, সোহেল রানা প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
স্বাধীনতার ৫৪ বছরে কোন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি--প্রিন্সিপাল ইকবাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেছেন
Printed Edition