জনগণের ভোটের অধিকার মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই। গাজীপুর মহানগর মজলিসে শূরার বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। গাজীপুর মহানগরীর টঙ্গীর একটি হল রুমে গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত মজলিসে শূরার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের সাথে মিশে আছে। আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ভালোবাসার স্বাক্ষর এদেশ প্রেমিক জনগণ রাখবেন, ইনশাআল্লাহ। সুতরাং আমাদের মূল কাজ হলো জনগণের কাছে যাওয়া, জনগণের ভালোবাসা অর্জনে জনগণের পাশে দাঁড়ানো, জনগণের চাহিদার আলোকে আগামীর বাংলাদেশ তৈরিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা এবং দুর্নীতির বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সৎ দক্ষ এবং দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন নেতৃত্ব দেশের মানুষকে আশাবাদী করে তুলেছে,এ কারণে ছাত্র যুবক এবং বৃদ্ধ সকলের জনপ্রিয় হয়ে উঠেছে প্রিয় কাফেলা বাংলাদেশ জামায়েতে ইসলামী। কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহা. জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় উক্ত শূরা অধিবেশনে প্রধান অতিথি আরও বলেন, আমাদের সংগঠন একটি পরামর্শ ভিত্তিক কুরআন ও হাদিসের আলোকে সময়ের সাথে সামঞ্জস্য রেখে, যুগোপযোগী দক্ষ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। একজন পরামর্শ সভার সদস্য হিসেবে আপনাদের সকলকে সংগঠনের এই নৈতিক অবস্থান দৃঢ রেখে ন্যায় ও ইনসাফের উপর এক কল্যাণমুখী সমাজব্যবস্থা গঠনে হাতে হাত রেখে কাজ করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব আমাদের এই কাফেলার মৌলিক অস্তিত্ব। এই অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় এমন সকল চিন্তা ও কর্ম থেকে আমাদের জনশক্তিকে বিরত রাখতে হবে। দুনিয়ার প্রতি লোভ এবং প্রদর্শন ইচ্ছা থেকে দায়িত্বশীল ও সকল স্তরের জনশক্তিকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। শূরা অধিবেশন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী। উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য আবু সিনা নুরুল ইসলাম মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, মহানগরী শূরা ও কর্ম পরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মো. নেয়ামত উল্লাহ শাকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুর মহানগর জামায়াতের শূরা অধিবেশন
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই - অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
জনগণের ভোটের অধিকার মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই। গাজীপুর মহানগর মজলিসে শূরার বিশেষ অধিবেশনে
Printed Edition
