মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম গতকাল মঙ্গলবার ঢাকার ইসলামপুরে বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটে মুন্সিগঞ্জ-২ আসনের ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ করেন।
এসময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগে অংশ নিয়ে ফজলুল করীম জানান, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে সক্রিয় আছি এবং নাগরিকদের সামনে পরিকল্পনা তুলে ধরছি।
তিনি বলেন, নির্বাচিত হলে মুন্সিগঞ্জ-২ আসনকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে নিরাপদ ও উন্নত অঞ্চলে রূপান্তর করবো।
গণসংযোগে চলাকালে স্থানীয় ভোটারদের অনেকেই জানান, নির্বাচনী মাঠে অধ্যাপক এবিএম ফজলুল করীম সাহেবের উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আমীর মতিউর রহমান, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এমএ সাজ্জাদসহ স্হানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।