দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে উচ্চ আদালত থেকে একটি যুগান্তকারী রায় এসেছে। দাউদকান্দি উপজেলাকে বাদ দিয়ে হোমনা ও মেঘনা উপজেলাকে যুক্ত করে কুমিল্লা-২ আসন পুনর্বহাল করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিচারপতিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মামলার শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল। দীর্ঘদিন ধরে কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ ও আইনি লড়াই চলছিল। এর আগে নির্বাচন কমিশন কর্তৃক সীমানা পুনঃনির্ধারণের ফলে হোমনা ও মেঘনা উপজেলার রাজনৈতিক ও ভৌগোলিক সমীকরণে পরিবর্তন এসেছিল। হাইকোর্টের আজকের এই রায়ের ফলে পূর্বের ‘হোমনা-মেঘনা’ ভিত্তিক আসনটি আবার ফিরে পেতে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। আদালত তার নির্দেশনায় নির্বাচন কমিশনকে দ্রুত এই সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়া কার্যকর করার কথা বলেছেন। রায়ের পর মামলার আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল সংবাদমাধ্যমকে জানান, “হোমনা ও মেঘনা উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই দুটি উপজেলাকে নিয়ে একটি সংসদীয় আসন বহাল রাখা। আমরা আদালতের কাছে যৌক্তিক তথ্য-প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে, ভৌগোলিক ও প্রশাসনিক কারণে দাউদকান্দিকে এই আসনের বাইরে রাখা এবং হোমনা-মেঘনাকে এক রাখা জরুরি। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই নির্দেশনা দিয়েছেন।”হাইকোর্টের এই রায়ের খবর কুমিল্লায় পৌঁছানোর পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এই দুই উপজেলার মানুষ দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মিষ্টি বিতরণ ও মিছিল করেছেন। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। দাউদকান্দি-তিতাস এলাকার বাসিন্দারাও আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, সীমানা স্পষ্ট হওয়ার ফলে উন্নয়নমূলক কাজ এবং নির্বাচনি প্রচারণায় সুবিধা হবে।