বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) ও যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর যৌথ অর্থায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিনটি গবেষণা প্রকল্পের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন বিএএস-এর অ্যাসোসিয়েট সেক্রেটারি ও গাকৃবি বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।

এ সময় স্বাগত বক্তব্য দেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মাহিদুল ইসলাম মাসুম। উদ্বোধনী বক্তৃতায় ভিসি বলেন, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও রোগবালাই মোকাবিলায় যুগোপযোগী গবেষণা ও প্রযুক্তিনির্ভর কৃষিই টেকসই ভবিষ্যতের চাবিকাঠি। কর্মশালায় প্রফেসর ড. এম. এ. মান্নান, প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ও প্রফেসর ড. এম. নাজমুল হক যথাক্রমে ধানে লবণাক্ততা সহ্যশক্তি বৃদ্ধিতে ন্যানোম্যাটেরিয়াল, চিংড়ির রোগ শনাক্তে কিট উদ্ভাবন এবং গাভীর ওলান প্রদাহ প্রতিরোধে ভেষজ-প্রোবায়োটিক ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন। গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে নানা মতামত উঠে আসে, যা ভবিষ্যৎ কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।