চট্টগ্রামের কর্ণফুলীতে প্রস্তাবিত আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য নির্ধারিত জমির ল্যান্ড সার্ভে কাজ শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জন কার্যালয় এর সহযোগিতায় এ কার্যক্রম চালায় পিডব্লিউডি। এ সময় সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার জনাব মোঃ নুরুদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলার ক্রসিং এলাকায় হাসপাতালটি নির্মাণের জমি চিহ্নিতকরণ, পরিমাপ এবং দখল সংক্রান্ত প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অতি শীঘ্রই ফিজিবিলিটি পরীক্ষা করা হবে বলেও জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, "এই হাসপাতাল চালু হলে কর্ণফুলী ও আশপাশের উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবেন। এ সময় সিভিল সার্জন জানান, সার্ভে অনুযায়ী সব ঠিকঠাক থাকলে দু এক মাসের মাঝেই হাসপাতাল ভবন স্থাপনের কর্মকাণ্ড দৃশ্যমান হবে বলে আশা করছি।"

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, “সরকারের স্বাস্থ্যখাতে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ হাসপাতালটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ ও সার্ভে কাজ ত্বরান্বিত করা হচ্ছে।”