চট্টগ্রাম ব্যুরো : বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় নিজের সদস্য ফরম পূরণ করে কর্মসূচির সূচনা করেন এবং বিভিন্ন জেলার নেতাদের মাঝে সদস্য ফরমের বই হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু দলীয় নেতাদের উদ্দেশে বলেন, সদস্য নবায়নে কোনো জটিলতা নেই, তবে নতুন সদস্য গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি জানান, দলের সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট মানদ- রয়েছে এবং সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি যেমন-চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অসামাজিক কাজে লিপ্ত কিংবা জনসমক্ষে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে-এমনদের সদস্যপদ না দেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের চিহ্নিত দোসররা যাতে সদস্য হতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে যারা আগে আওয়ামী লীগ সমর্থক ছিলেন কিন্তু বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেননি, এমনকি পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।”

আমীর খসরু দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিএনপির সদস্য সংগ্রহ শুধু একটি কার্যক্রম নয়, এটি একটি রাজনৈতিক আন্দোলনের অংশ। এই কাজ দিনের আলোতে, জনসমক্ষে হতে হবে। কোনো লুকোচুরি নয়। পুরুষ ও নারীদের জন্য আলাদা লাইন করে দৃশ্যমানভাবে সদস্য সংগ্রহ করতে হবে, যাতে জনসম্পৃক্ততা নিশ্চিত হয়।”