লক্ষ্মীপুর সংবাদদাতা: গত শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্বেগে রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে সকাল থেকে চলে মানবাধিকার বিষয় বিভিন্ন আলোচনা ও দিক পরামর্শ প্রদান করেন মানবতাবাদীরা। অনুষ্ঠানে নতুন কুঁড়ি-২০২৫ শিশু শিল্পী সুবাইতা বিনতে করিমের কৌতুক অভিনয় ছিলো দেখার মত। সবাই তার অভিনয়ে খুবি আনন্দে উপভোগ করেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সভাপতি সামছুল করিম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রে সক্লাবের নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোশতাকুর রহমান বলেন, মানবাধিকার কর্মীরা মানবতার কল্যানে কাজ করে। সাংবাদিকরা মানবতার কল্যানে কাজ করে। আমরা সবাই মিলে একসাথে সমাজে মানবতার কাজ করে যাব। তিনি আরো বলেন, একটি বিষয় খেয়াল রাখতে হবে সংগঠনের নামে কেও যেনো অনিয়ম না করে। ভুয়া সাংবাদিকরা এসকল সংগঠনের নামে চাঁদাবাজি করে চলে। এবিষয় সজাগ থাকতে হবে। সভাপতির বক্তব্য সামছুল করিম বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশনের অধিভুক্ত। লক্ষ্মীপুর জেলা আজ ২৪ বছর হলো আমি মানবাধিকার কমিশন নেতৃত্ব দিচ্ছি। বাল্য বিবাহ প্রতিরোধ, রক্তদান কর্মসূচি, বন্যায় ত্রাণ বিতরণ, শীতে কম্বল বিতরণসহ সমাজে অসংখ্য পারিবারিক বিরোধের শালীর করে এসেছি। তিনি আরো বলেন আমার সংগঠনে এখন পর্যন্ত কেউ কোথাও অনিয়ম করেছে তা আমি শুনিনি। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য সেলিম উদ্দিন নিজামী, বাংলাদেম মানবাধিক কমিশন লক্ষ্মীপুর জেলার সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউস সানি আকাশসহ বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা, সকল পৌরসভা ও উপজেলা কমিটির মানবতাবাদীবৃন্দরা উপস্থিত ছিলেন।