আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত করতে এবং মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ান এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নাওজোড় হাইওয়ে থানার সামনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । ঈদে ঘরমুখো নিরাপত্তা নিশ্চিত করেতে পুলিশ ছদ্দবেশে বিশেষ ডিভাইজ ব্যবহার করবে বলে জানালেন, হাইওয়ে পুলিশের ডিআইজি। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ানের পুলিশ সুপার ড. আ.ক.ম.আক্তারুজ্জামান বসুনিয়া সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস্ উত্তর) ইমতিয়াজ আহম্মেদ । এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ উত্তর) মোঃ শামসুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, কমিউনিটি পুলিশ ভৈরব শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজ আমিন সহ-হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।