মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে ভিন্ন ভিন্ন স্থানে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া মহল্লার পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে। নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানান, আবু হানিফ বর্তমান স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন এবং তার স্ত্রী গর্ভবতী। বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেয়ায় তিনি মানসিক চাপে ছিলেন। সম্প্রতি মানিকগঞ্জের এক ব্যক্তির মোটরসাইকেল বিক্রির টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন তিনি। পাওনাদারদের সঙ্গে দেন-দরবারের পর সোমবার বৃষ্টির বাসায় লেনদেনের কথা থাকলেও, পাওনাদাররা আসার খবর পেয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন আবু হানিফ। সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এছাড়া, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপরদিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। গত বছর তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। রবিবার রাতে বোনজাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেন তিনি। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পার্শ্ববর্তী বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে রাসেল মাহমুদ (৩০) নামে এক শ্রমিক নিহত হন। আহত অবস্থায় রাতেই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবিএম তৌহিদুজ্জামান জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।