চট্টগ্রামের ফটিকছড়িতে মো. কামরুল হাসান কাউসার (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার ভুজপুর নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়। রহস্যের দানা বাঁধলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে থানায় নেন। নিহত কামরুল ওই এলাকার পন্ডিত বাড়ির প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।

নিহতের মা হামিদা বেগম জানান, ‘ছেলে কামরুল প্রায়ই নেশাজাতীয় দ্রব্য সেবন করতো এবং এলাকার দুষ্ট লোকজনের সাথে তার আর্থিক লেনদেন ছিল। এসব বিষয়ে বিরোধের জেরে সে রোববার পার্শ্ববর্তী মির্জারহাটে মারধরের শিকার হন। সকালে ঘুম থেকে উঠে বিছানায় তার নিথর দেহে রক্তে রঞ্জিত কাটা-ছেঁড়া ও অগোছালো অবস্থায় দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়া হয়।’