রংপুরে আলুচাষিদের খোঁজ নিতে ও কৃষি বিপণন অধিদপ্তরের আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতাধীন আলুর মডেল ঘর পরিদর্শন করেছেন মহাপরিচালক পরিকল্পনা মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গতকাল ২৬ মে সোমবার রংপুর নগরীর ছিলিমপুর, দুর্গাপুরে অবস্থিত আলুর মডেল ঘর পরিদর্শন করেন এবং সেখানে আলু চাষিদের মাঝে সুপরামর্শ প্রদান করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপণন অধিদপ্তর রংপুরের সিনিয়র কৃষি কর্মকর্তা শাকিল আকতার, মাঠ ও বাজার পরিদর্শক শাহ জালাল ইসলাম।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর, খামার বাড়ি রংপুরের উদ্যোগে রংপুর জেলার আলু চাষিদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে বসতবাড়িতে আলু সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বহুমুখী ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন ও রপ্তানি বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মডেল ঘর তৈরি করা হয়েছে। যা দেশীয় প্রযুক্তির বাঁশ, কাঠ, টিন, আরসিসি পিলার, নেট ও ককশিট দ্বারা নির্মিত। যেখানে ৪ মাস পর্যন্ত আলু ভালো থাকবে।