গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্নার সভাপতিত্বে পিঠা উৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গুইমারা কলেজের প্রভাষক শফিকুর রহমান, জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম সভার সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান উগ্যজাই মারমাসহ বিভিন্ন গ্রাম্য সমিতির নারী নেত্রী ও তরুণীরা। পাহাড়ী ও বাঙ্গালী গ্রাম্য নারীরা ঐতিহ্যবাহী পিঠা নিজের হাতে তৈরি করে পিঠা উৎসবে প্রদর্শন করেন।