সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ফারুক আহমেদের স্বাস্থ্যের অবনতি হয়ে আবারও হসপিটালে ভর্তি হয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। পায়ের গোড়ালি ইনফেকশন ও তীব্র ব্যথায় তিনি গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালের ভর্তি হন। এর পরেও তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় আবারও সুচিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গত ২৪ নভেম্বর বিকেলে ভর্তি করেন তার পরিবার। সাংবাদিক ফারুকের সুস্থতা কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে সভাপতি রফিকুল ইসলাম মন্টুর আয়োজনে এক বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

তার সুস্থতার জন্য সাংবাদিক ফারুক আহমেদ ও তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেন।