বগুড়া অফিস: উত্তরাঞ্চলের সর্ববৃহত শ্রমিক সংগঠন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহসভাপতিসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। শুক্রবার বগুড়া জিলা স্কুলে সারদিন ভোট গ্রহণ শেষে শেষ রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়ার জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ। মোট ২১ হাজার ৪৭২ ভোটারের মধ্যে ভোট দেন ১৬ হাজার ৮৮৩জন। বিজয়ী সভাপতি বর্তমান সভাপতি শ্রমিকদল নেতা আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা সহসভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল ও ধর্মীয় সম্পাদক শামছুল ইসলাম ওরফে কামরুল। পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি আব্দুল হামিদ মিটুল, কার্যকরী সভাপতি সুলতান মাহমুদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ সভাপতি শহিদুল ইসলাম, আসলাম হোসেন, ইদ্রিস আলী ও আঃ মান্নান শামীম, সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নূর আমিন ও ইবাইদুল হোসেন, কোষাধ্যক্ষ মোতালেব ফকির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল, সমাজকল্যাণ সম্পাদক লুৎফর রহমান পচা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল কলাম আজাদ, দপ্তর সম্পাদক ইউনুছ আলী, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ধর্মীয় সম্পাদক শামসুল আলম কামরুল, আন্তঃজেলা সড়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক জিয়াউর রহমান, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জহুরুল ইসলাম, শেখ ফরিদ, আনিছুর রহমান, আঃ মোমিন আকন্দ, আতিকুর রহমান মিলন, রবিউল হক কানু, জাহাঙ্গীর হাসান, সুমন ফকির, জাকির হোসেন, আনিসুর রহমান।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপি ও জামায়াতের বিজয়
উত্তরাঞ্চলের সর্ববৃহত শ্রমিক সংগঠন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহসভাপতিসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন।
Printed Edition
