লক্ষ্মীপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক মঙ্গলবার সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, ডিআইও-১ মো. মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন মোহাম্মদ হেলাল, সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল এবং সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, লক্ষ্মীপুর প্রতিদিন সম্পাদক হাবিবুর রহমান সবুজসহ অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং জেলা পুলিশের কার্যক্রম, জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমার প্রধান লক্ষ্য হলো জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় পুলিশি কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দ্রুত করা। সাংবাদিকরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা জনগণের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে।”
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জেলা পুলিশের সকল কর্মকাণ্ড আইন এবং নীতিমালা অনুযায়ী হবে। আমরা অপরাধ দমনে সদায় সতর্ক থাকব, তবে জনসেবার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ মনোভাব অবলম্বন করব।”