হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা: হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সবুজ টিয়াপাখি ক্রয়-বিক্রয়ের অপরাধে দুইজনকে ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার, হাটহাজারী রেঞ্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তা। অভিযান শেষে আটক করা টিয়াপাখিগুলো পরিবেশে অবমুক্ত করা হয়।
দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ ১. মোঃ মিজান, পিতা- বাহাদুর আলম, সঙ্গ- সরকারহাট ২. মোঃ সাইফুল, পিতা- আবদুর রশিদ, সঙ্গ- পশ্চিম ধলই উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে প্রাকৃতিক পরিবেশ ও বন্য প্রাণীর সুরক্ষা নিশ্চিত হয়।