বাংলাদেশ কোস্টগার্ড মোংলা ও পিরোজপুর উপকূলে পৃথক অভিযানে অস্ত্র, গুলী এবং বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল জব্দ করেছে। গত (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন সুপতি, কচিখালী এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের নৌকা তল্লাশি করে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এদিকে, একই দিন সকাল ৭টার দিকে কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়া মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত ফাইবার বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই আনা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৮৫ টাকার সমমূল্যের ২ হাজার ২২০ লিটার পোড়া মবিল, একটি ইলেকট্রনিক মোটর, তিন বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ছয় বান্ডিল ওয়্যার রোপ এবং চোরাই কাজে ব্যবহৃত নৌযান।