বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আজকের এইদিনে উগ্রবাদীরা পরিকল্পিত মব সৃষ্টি করে ভাঙচুর ও রক্ত ঝরায় চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণে। তাদের হামলা থেকে কোর্ট মসজিদও রেহাই পায় নি। এডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাদের টার্গেট কিলিং এর লক্ষবস্তু ছিলো। মবের ধুম্রজাল সৃষ্টি করে আলিফকে তারা ধরে নিয়ে যায় তাদের আস্তানায় আর নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের মর্যাদা দিয়েছেন জুলাই যুদ্ধের সেনাপতিরা। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আল্লাহ্ আলিফের শাহাদাতকে উত্তমভাবে কবুল করুন। একমাত্র এতিম মেয়েসহ পরিবার পরিজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। হায়াতে তাইয়্যিবাহ্ নসিব করুন আমিন।
তিনি বলেন, চিহ্নিত দুর্বৃত্তরা ২০১৮ সালের নিশিরাতে ফলাফল তৈরির নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি ও মন্ত্রী পদ দখলকারী নওফেলের নেতৃত্বে চট্টগ্রামকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল ৩৬ জুলাই বিপ্লবের পর থেকেই।
তিনি আরও বলেন, উগ্রবাদীদের সকল ষড়যন্ত্র থেকে চট্টগ্রামকে সুরক্ষিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর মজবুত ভূমিকার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং অবিলম্বে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।